পরীমনির ইস্যুকে কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে সিনিয়র অভিনেত্রী অঞ্জনা সুলতানা বলেছেন, ‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমনি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’
আজ শনিবার (৭ আগস্ট) পরীমনিকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন শিল্পী সমিতির নেতারা। অনৈতিক কাজে জড়িত থাকায় আটক পরীমনিকে সাময়িক বরখাস্ত করেছে শিল্পী সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। সেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেন, ‘সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’
‘অশিক্ষিত’, ‘অভিযান’, ‘জিঞ্জির’খ্যাত অঞ্জনা আরও বলেন, ‘পরীমনি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে।’