নাসিম রুমি: বিয়ের ৫ বছর পার হওয়ার পর সন্তান নিয়ে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এতদিন সন্তানের জন্য প্রস্তুত নয় জানলেও নতুন বছরে দীপিকা মিডিয়ায় জানিয়েছেন, মা হতে চান তিনি।
২০১৮ সালে ১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে কঙ্কানি রীতিতে বিয়ে করেন এ তারকা জুটি। এর একদিন পরই অর্থাৎ ১৫ নভেম্বর) উত্তর ভারতীয় রীতিতে আবারও বিয়ে করেন দীপিকা-রণবীর।
বিয়ের পর সন্তানের জন্য মোটেও প্রস্তুত না হওয়ায় একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এ তারকা দম্পতি। কয়েক মাস আগে তাদের বিয়েতে ভাঙনের সুরও উঠেছিল। কিন্তু এসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তারা। গত বছর বেশ ঘটা করে পালন করেন পঞ্চম বিবাহবার্ষিকীও।
এ দীর্ঘ সময়ে নিজেদের সম্পর্ক বেশ মজবুত হওয়ায় ও একে অন্যকে গুরুত্ব দেয়ায় সন্তান নেয়ার কথা ভাবছেন দীপিকা। এত দিন জানিয়েছেন, ক্যারিয়ারের ব্যস্ততার কারণে এখনও ভালো অভিভাবক হওয়ার মতো উপযুক্ত নন এ তারকা জুটি। কিন্তু নতুন বছরের শুরুতেই এ ধারণা থেকে বের হয়ে মিডিয়ায় তারা জানিয়েছেন, সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ তারকা জুটি।