অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন জাস্টিন বিবারের স্ত্রী হেইলি । স্ত্রীকে সঙ্গে নিয়ে ফাঁস হয়েছিল বেশ কিছু গোপন ছবিও। এবার স্ত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই আনুষ্ঠানিকভাবে খবরটি দিয়েছেন গায়ক।
আরও অবাক করা খবর হলো সন্তান আসা এ উপলক্ষে বিবার বিয়ের পিঁড়িতে বসেছেন ফের। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা খ্রিস্টান ধর্মমতে ফাদারের সামনে স্ত্রী হেইলিকেই বিয়ে করেছেন বিবার।
দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও সেলেনা গোমজের। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কের যবনিকাপাত ঘটে তাদের। এ সময় বিবারের একাকি জীবনে প্রেমের প্রসাদ নিয়ে আসেন মার্কিন মডেল হেইলি।
২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। বর্তমানে জাস্টিন বাবা হতে চলেছেন তা নিয়েই সরগরম নেটপাড়া।