নাসিম রুমি: রাতের অন্ধকারে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। যে গাড়িতে তিনি ছিলেন, তার পিছনের অংশটি প্রায় দুমড়ে গিয়েছে। একটি ট্রাক এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িকে। তিশা জানান, সেই রাতটা কখনও ভুলবেন না!
অগস্ট মাসেই জ্বরে কাবু হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল বাংলাদেশের ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী্কে। এ বার পথ দুর্ঘটনার মুখে পড়লেন তিনি।
অল্প চোট লাগলেও বড়সড় কিছু ঘটার থেকে রক্ষে পেয়েছেন তিশা। সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী লেখেন, ‘‘গত কালকের রাতটা কখনও ভুলব না।
বৃহস্পতিবার রাতে একটা ট্রাক এসে আমার গাড়িটাকে প্রায় গুঁড়িয়ে দেয়। এই গাড়িটা আমার খুব প্রিয় ছিল। আমার কষ্টার্জিত টাকায় কেনা ছিল গাড়িটা। এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়।’’