জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ শেষ হচ্ছে আজ। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটির ১৮২তম পর্ব।
এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘হাসি-কান্নার মধ্য দিয়ে আজ ধারাবাহিক নাটকটি শেষ হচ্ছে। খারাপ লাগছে এতদিন কাজ করেছি একসঙ্গে, একই সেটে, সবার সঙ্গে আর এই কাজের জন্য দেখা হবে না।’
তিনি আরও বলেন, ‘২০১৯ সালে ২ এপ্রিল ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকটির প্রচার শুরু হয়। অনেক লম্বা জার্নি। অনেক বেশি মিস করবো “ফ্যামিলি ক্রাইসিস” পরিবারকে। ইতিমধ্যেই দর্শকরা অনুরোধ করছে সিজন টু নির্মাণের। তাদের উদ্দেশে বলবো, এই গল্পের না হলেও অন্য কোনো পারিবারিক গল্পে, অন্য চরিত্রে ধারাবাহিক নাটক নির্মাণ করবো।’
একটি যৌথ পরিবারের গল্প ‘ফ্যামিলি ক্রাইসিস’। মধ্যবিত্ত এ পরিবারে আছে গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। এই পরিবারেও একটা ফুরোতেই আরেকটার প্রয়োজন শুরু হয়। স্কুল জীবনে হেঁটে বাসায় আসা, ভাঙা ফোনে ফেসবুক চালানো, এমন সীমাবদ্ধতার মধ্যদিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসার জীবনেও। তাদের জীবনে যেমন আছে না পাওয়ার বেদনা, তেমনি আছে মিষ্টি একটু ভালোবাসা, হাসি-কান্না ও স্বপ্ন।
তারকা বহুল এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, রোজী সেলিম, মুনিরা ইউসুফ মেমী, মুনিরা মিঠু, রুনা খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, শিশুশিল্পী রাইসা’সহ অনেকে।
‘ফ্যামিলি ক্রাইসিস’ প্রচারিত হতো প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে।