নাসিম রুমি: ঘোষণার কয়েক মাস না পেরুতেই শুটিং ফ্লোরে গড়িয়েছে রাশমিকা মান্দানা ও সালমান খানের ‘সিকান্দার’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনারও শেষ নেই। কখন, কোথায় শুটিং হচ্ছে, নতুন কোন চমক থাকছে এমন কৌতূহল নিয়ে নিয়মিত তারা খোঁজ-খবর রাখছেন। যদিও সিনেমাটির প্রযোজক-নির্মাতা কড়া নিরাপত্তার ভেতর দিয়ে শুটিং চালিয়েছে যাচ্ছেন। তবে শেষ রক্ষা হয়নি তাদের।
সম্প্রতি শুটিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ফাঁস হওয়া একটি ছবিতে যাচ্ছে লিড চরিত্রে থাকা রাশমিকাকে। তিনি এক নারী-ভক্তের হাসিমুখের ছবি তুলছেন।
অন্য ছবিতে দেখা যাচ্ছে, সালমান খান একটি ধোঁয়াটে পটভূমির মধ্যে লম্বা হয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটি দেখেই আন্দাজ করা যায় এটি তীব্র অ্যাকশন সিকোয়েন্সের ওপর নির্মিত। আর এতেই প্রমাণিত হয়েছে ছবিগুলো সিকান্দার সিনেমার সেটের।
কারণ কিছুদিন আগে রাশমিকা জানিয়েছিলেন, সিকান্দারে তিনি সালমানের সঙ্গে অ্যাকশন গার্লের ভূমিকায় হাজির হতে যাচ্ছেন। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম লটের শুটিং শিগগিরই হবে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩ হাজার ফুট ওপরে অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে। তবে ফাঁস হওয়া ছবিগুলো ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিলেও বিষয়টি নিয়ে ছবি শুটিং শুরুতেই হতাশা প্রকাশ করেছেন রাশমিকা।
তার মতে, মুক্তির আগে সব প্রকাশ পেলে প্রেক্ষাগৃহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, সর্বশেষ অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল রাশমিকাকে। সিনেমাটি ব্যবসার সঙ্গে দারুণ প্রশংসিত হয়। সেই জায়গা থেকে সিকান্দারও দর্শকমহলে সাড়া ফেলবে বলে মনে করছেন রাশমিকা।