অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মেকআপ আর্টিস্ট শুরা খানের গলায় মালা দিয়েছেন বলিউড অভিনেতা আরবাজ খান। গত বছরের শেষের দিকে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তারা।
বিয়ের পর থেকেই বেশ খোশমেজাজে রয়েছেন সালমান খানের বড় ভাই। স্ত্রীকে নিয়ে হানিমুনও সেরে এসেছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ বলেছেন, শুরা খানকে নিয়ে দাম্পত্য জীবনে সুখী হবেন, সে বিষয়ে নিশ্চিত তিনি।
আরবাজের কথায়, ‘শুরুা আমার থেকে বয়সে অনেক ছোট। তাই বলে, তার বয়স ১৬ বছর এমনও নয়। আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। বয়সের পার্থক্য থাকলেও মানসিক দিক থেকে আমরা একে অন্যের বেশ কাছাকাছি। দু’জন দু’জনকে বুঝতে কখনোই কোনো সমস্যা হয়নি।’
২০২২ সালে একটি সিনেমার শুটিং সেটে আরবাজের সঙ্গে পরিচয় হয় শুরা খানের। এরপর শুটিংয়ের বাইরেও দেখা করেন দু’জনে। সেখান থেকে জড়ান প্রেমের সম্পর্কে। প্রায় দুই বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেয় এই জুটি।