English

23 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
- Advertisement -

শিল্পীরা যেসব পোশাক পরেন তার ৯৯ শতাংশ ধার করা: লারা দত্ত

- Advertisements -

নাসিম রুমি: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, অভিনেতা-অভিনেত্রীসহ ইনফ্লুয়েন্সারদের ছড়াছড়ি । আর তা দেখে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা প্রভাবিত হয়। সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের মতো করেই তারা জীবন যাপন করতে চায়।

মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্ত এবার সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের জীবনযাপনের পিছনে লুকিয়ে থাকা বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে জানানোর জন্যই তিনি এই বিষয়ে আলোচনা করেছেন।

সাক্ষাৎকারে লারা দত্ত বলেন, ‘আমি কেবল নতুন প্রজন্মকে জানাতে চাই যে আপনারা যে গ্ল্যামারেস বিষয়টি দেখেন, তারকাদের প্রতিনিয়ত নতুন পোশাক বা নতুন নতুন জিনিস ব্যবহার করতে দেখেন তার বেশির ভাগের উপরই আমাদের নিজেদের মালিকানা থাকে না।’

তার কথায়, ‘প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে, বড় বড় বিয়ে বাড়িতে অভিনেতা-অভিনেত্রী যা যা পরে সেজে আসেন। তার বেশির ভাগটাই হয় ধার করা। ডিজাইনার পোশাক থেকে চুলের স্টাইল, মেকআপ, এর গয়না ৯৯ শতাংশই হয় ধার করা, এগুলো নিজের হয়না, সেদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এগুলো সব ফিরিয়ে দেওয়া হয়।’

এরপর বলেন, ‘শুধু মেয়েরাই নয়, ছেলেরাও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এইসব দেখে প্রভাবিত হচ্ছে। বর্তমান প্রজন্ম নিজেদের সত্তাকে ভুলে যাচ্ছে, অন্যের মতো হয়ে উঠতে চেষ্টা করছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘আর এই ব্যাপারটা যেন বিপ্লবের মতো ছড়িয়ে পড়ছে। আর তা মোটেই ভালো কথা নয়। যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কোনও খুঁত ধরা না পরে তার জন্য তারা প্রচুর ফিলটার ব্যবহার করছে। তবে আমাদের সন্তানদের আরও শক্তিশালী ও উন্নত করতে হবে। তারা কে এবং তাদের মূল্য কী? তা তাদের আরও ভালো করে বোঝাতে হবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন