মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। এই তালিকায় শোবিজ অঙ্গনের তারকারাও রয়েছেন।
এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি মেসির ভক্তদের তালিকায় আরেকটু এগিয়ে। নায়িকার ভাষ্য অনুযায়ী, মেসি তার ‘ক্রাশ’! আর এবার সেই মেসির টিম আর্জেন্টিনা ফাইনালে লড়বেন ফ্রান্সের বিপক্ষে। স্বাভাবিক কারণে অনেক বেশি আশাবাদী পূজা।
আজকের খেলা নিয়ে পূজা বলেন, ‘আমি এবার আর্জেন্টিনাকে নিয়ে বেশ আশাবাদী। মেসি তার জাদুতে ফ্রান্সকে হারিয়ে কাপ জিতবে। এবার আর মিস হবে না। বহুদিন ধরে আর্জেন্টাইন ভক্তদের যে শিরোপার ক্ষুধা, সেটা এবার মেটাবে এই দল। মেসি ও আর্জেন্টিনার জন্য শুভকামনা এবং অগ্রিম অভিনন্দন।’
পূজা চেরি শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। খুব দ্রুত তিনি রুপালি পর্দার দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এই অভিনেত্রীর ‘জ্বীন’, ‘মাসুদ রানা’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষোয় রয়েছে। সবগুলো সিনেমাতেই পূজা নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।