English

20 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

শাহরুখকে বাড়িতে পেলে কষিয়ে চড় মারতাম: জয়া বচ্চন

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম দুই গুরুত্বপূর্ণ নাম শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। পর্দায় তাদের রসায়ন যে দর্শকের দারুণ পছন্দ তার জ্বলন্ত প্রমাণ ছিল ‘জোশ’, ‘মহব্বতে’ এবং দেবদাস।

কিন্তু এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ছেদ পড়েছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে। জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বরিয়ার শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন চড় মারতে চেয়েছিলেন শাহরুখকে!

শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে সরাসরি তার সেই ইচ্ছেপ্রকাশ করে ফেলেন জয়া বচ্চন।

চলতি শতকের শুরুর দিকে ঝামেলা তৈরি হয়েছিল শাহরুখ-ঐশ্বরিয়ার মাঝে। দু’জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল।

অবশ্য ঐশ্বরিয়া এ প্রসঙ্গে একবার খুল্লম খুল্লা জানিয়েছিলেন, এই ঝামেলার ফলে ‘বীর জারা’, ‘চলতে চলতে’-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে!

পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যা তথাকথিত শাহরুখোচিত নয়। ফলে বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে।

যে কারণে ২০১৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন কাটা ভাষায় সরাসরি বলেছিলেন, ‘অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।’

অবশ্য কথাশেষে জয়া শাহরুখের প্রতি তার স্নেহর কথাও বলেছিলেন, বচ্চনপত্নী যোগ করেন- ‘ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।’

অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হয়েছে শাহরুখের। বর্তমানে ঐশ্বরিয়ার সঙ্গে পুরোনো দিনের মতোই বন্ধুত্বের সম্পর্ক কিং খানের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন