English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

শাহরুখ-ওয়াদিয়ার বাক-বিতণ্ডায় আইপিএলের সভায় হট্টগোল

- Advertisements -

নাসিম রুমি: কলকাতা নাইট রাইডার্স মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়া।

আইপিএলের নতুন বিধিমালা প্রণয়নের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠকে বসেছিল আইপিএল পরিচালনা পরিষদ। সেই সভায় কিছু আইনকানুন নিয়ে আলোচনা হয়। এর মাঝেই তুমুল বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্স মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়া, যিনি দলটির আরেক মালিক বলিউড তারকা প্রীতি জিনতার সাবেক প্রেমিক।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এই সভায় শাহরুখ-ওয়াদিয়ার ঝামেলা লাগে ভবিষ্যতে মেগা নিলাম রাখা না-রাখা নিয়ে। কলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, রাজস্থান, চেন্নাই ও গুজরাট মেগা নিলাম বিলুপ্তির পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে এখনো চ্যাম্পিয়ন হতে না পারা পাঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি ও লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিগুলো মেগা নিলাম বিলুপ্তির বিরোধিতা করে।

বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, এই ইস্যুতেই বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনেই বিবাদে জড়িয়ে পড়েন শাহরুখ খান এবং নেস ওয়াদিয়া। তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে। এ ব্যাপারে শাহরুখ ও প্রীতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুই পক্ষের এই সভায় বহুল আলোচিত ইমপ্যাক্ট বদলি আইন নিয়েও কথা হয়েছে। এই আইনটি নিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানায়। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল এটা বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘কিছু লোক এটা চায়। কারণ, এটা তরুণ খেলোয়াড়দের আইপিএলে খেলার সুযোগ করে দেয়। আবার কিছু লোক এটা চায় না। কারণ, এটা ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডারদের বিকাশের ক্ষেত্রে ক্ষতি করছে। আমি দ্বিতীয় দলে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন