বুধবার সাইফ আলী খান ও হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম বেদা’র টিজার প্রকাশ করা হয়েছে। ১ মিনিট ৫৪ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে দেখা গেছে— সাইফ ও হৃতিকের মধ্যে দ্বন্দ্বের গল্প।
তামিল ভাষার অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বিক্রম বেদা’। একই নামে ছবিটির হিন্দি রিমেক এটি। সিনেমাটি প্রযোজনা করছেন নিরাজ পান্ডে। পরিচালনা করেছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
তার আগে প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত হলো টিজার। যে টিজারে বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে। সিনেমাটিতে সাইফ একজন পুলিশ অফিসার। অন্যদিকে হৃতিক গ্যাংস্টার।