English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

শাহরুখ আমার কাছে শিশুর মতো: নানা পাটেকর

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা নানা পাটেকর। অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নানা পাটেকর। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মন জয় করেন তারা। ১৯৯২ সালে মুক্তি পায়।

সহশিল্পী শাহরুখ খানের সঙ্গে নানা পাটেকরের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তার দৃষ্টিতে— শাহরুখ শিশুর মতো।

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নানা পাটেকর বলেন, ‘অনেক ভালোবাসা নিয়ে এখনো আমার সঙ্গে দেখা করে শাহরুখ। মানুষ ভুলে যায়। কিন্তু শাহরুখ ভুলেনি। তাকে আমার শিশুর মতো মনে হয়। শাহরুখ আমার কাছে শিশুর মতো। সত্যি আমি তাকে ভীষণ পছন্দ করি।’

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে গোয়াতে শাহরুখের সঙ্গে দেখা হয় নানা পাটেকরের। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘অপরিসীম ভালোবাসা নিয়ে সে আমাকে অভিনন্দন জানায়। আমার মনে হয়, আমরা গতকালকেও একসঙ্গে কাজ করেছি। মানুষ এখন মানুষকে ভুলে যায়। বলা যায়, এখন ভুলে যাওয়ার ট্রেন্ড চলছে। কিন্তু সে আমাকে ভুলেনি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন