English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

শাকিরার বিচারের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে হতে পারে আট বছরের কারাদণ্ড

- Advertisements -

কর ফাঁকির অভিযোগে কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিচারের অনুমোদন দিয়েছেন স্পেনের একটি আদালত। অভিযোগ প্রমাণিত হলে আট বছরের কারাদণ্ড এবং বিপুল অংকের জরিমানা চাইছেন প্রসিকিউটররা।

জানা গেছে, শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটররা।

৪৫ বছর বয়সী শাকিরা বারবার বলে আসছেন তিনি কোনও অন্যায় করেননি এবং বিচার এড়াতে কর্তৃপক্ষের সাথে চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি। তার পাবলিক রিলেশন ফার্ম বলছে, তিনি ইতোমধ্যে তার সমস্ত পাওনা এবং অতিরিক্ত ৩০ লাখ ইউরো সুদ পরিশোধ করেছেন।

বার্সেলোনার কাছে এসপ্লুগেস ডি লব্রেগাত শহরের আদালত বলছে শাকিরাকে কর জালিয়াতির ছয়টি অভিযোগের মুখোমুখি হতে হবে। বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

২০১২ থেকে ২০১৪— তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় স্পেনে থেকেছেন। বার্সেলোনার প্রসিকিউটররা বলছেন, এ কারণে তার স্পেনে কর দেওয়া ছিল।

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ফুটবলার জেরার্ড পিকের সাথে সম্পর্কে জড়ানোর পর লম্বা একটা সময় তিনি স্পেনে কাটিয়েছেন। এই যুগলের দুটি সন্তান রয়েছে। শাকিরা ও পিকে কিছুদিন আগে তাদের ১১ বছরের সম্পর্কে ইতি টেনেছেন।

করের পুরো টাকা পরিশোধ না করার জন্য এর আগে স্পেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবলারদের বিষয়েও কঠোর হয়েছিল। কর ফাঁকির অভিযোগে তারা দোষী সাব্যস্তও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত উভয়ই কারাদণ্ডাদেশ এড়াতে পেরেছেন। কারণ এ সংক্রান্ত অপরাধের জন্য স্পেনে বিধান রয়েছে যাতে বলা হয়- প্রথমবারের অপরাধের জন্য দুই বছরের কম মেয়াদে সাজা মওকুফ করতে পারেন বিচারক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন