English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫
- Advertisement -

শাকিবের ‘শের খান’ ফেব্রুয়ারিতে শুরু হবে

- Advertisements -

নাসিমরুমি: ধুমধাড়াক্কা অ্যাকশন আর থ্রিলার গল্পে নির্মিত হবে সুপারস্টার শাকিব খান প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘শের খান’। একজন চৌকস পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এ চিত্রতারকা।

আগেই জানা গিয়েছিল, ‘মিশন এক্সট্রিম’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার পরিচালনা করবেন ‘শের খান’। এতদিন মৌখিক শোনা গেলেও লিখিত চুক্তি হয়নি। তবে বৃহস্পতিবার রাতে শাকিব খান ও নির্মাতা সানীর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

শাকিবের এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘শের খান’ মুক্তি পাবে ২০২৩ সালের যে কোনো বড় উৎসবে। এই দুই প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, ফেব্রুয়ারিতে ‘শের খান’র শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে কাজ।

চুক্তি শেষে পরিচালক সানী সানোয়ার বলেন, পুলিশ অ্যাকশনের পাশাপাশি সাসপেন্স, থ্রিল, ড্রামা সবই থাকবে শের খানে। সেইসাথে ঢাকার বাইরে ঘটে যাওয়া অজানা ক্রাইম প্রেক্ষাপট উঠে আসবে। পুরো সিনেমাতে উন্নত কারিগরী ব্যবস্থা থাকবে।চাওয়া ছিল তাকে ভিন্নভাবে স্ক্রিনে তুলে আনার।

আমার এনালাইসিস হচ্ছে, তাদের সেই ক্ষুধা মেটানোর জন্য উপযুক্ত সিনেমা হতে পারে ‘শের খান’।

শাকিব খানের পাশাপাশি ‘শের খান’ ছবির অন্যান্য চরিত্রগুলোও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানান সানী সানোয়ার।

তবে শাকিব ছাড়া আপাতত অন্য শিল্পী এবং নায়িকার নাম বলতে চাইলেন না বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার।

শের খান’ প্রসঙ্গে শাকিব খান বলেন, সানী ভাই যখন গল্প শোনাচ্ছিলেন চোখের সামনে পিকচারাইজেশন করছিলাম। বিরাট বড় আয়োজনের সিনেমা এটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন