English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

শাকিবের ‘লিডার’ কী সত্যিই সুপারহিট?

- Advertisements -

নাসিমরুমি: শাকিব খানের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’সহ ৮টি সিনেমা গত ঈদে মুক্তি পায়। এরমধ্যে ঈদের প্রথম সপ্তাহে প্রায় ৪-৫টি ছবির অবস্থা ছিল সন্তোষজনক। তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পায় ১০০টি হলে। এরমধ্যে সিনেপ্লেক্সের ৪টি শাখা ও ব্লকবাস্টারে ছবিটি প্রথম সপ্তাহে ভালো চললেও দ্বিতীয় সপ্তাহে দর্শক কমতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেপ্লেক্সে এখন পর্যন্ত ভালো চলেছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সজল-পূজা অভিনীত ‘জ্বীন’ ছবিটি।

অনন্ত-বর্ষার ‘কিল হিম’র অবস্থানও ভালো সিনেপ্লেক্সে। ভালো চলেছে সাইফ চন্দন অভিনীত ‘লোকাল’ ছবিটিও। এদিকে গত শুক্রবার থেকে অন্য অনেক ছবির হল বাড়লেও ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির হল সংখ্যা নেমে আসে ২৫-এ। অগ্রিম টাকা দিয়ে যেসব সিনেমা হল ছবিটি নিতে রাজি নয়, তাদের ছবিটির প্রযোজক ছবিটি দিতে চাচ্ছেন না বলে জানান পরিচালক তপু খান। অর্থাৎ, ঈদের সপ্তাহে ভালো চললেও গত শুক্রবার থেকে হল মালিকরা অগ্রিম টাকা দিয়ে নিতে চাইছেন না ‘লিডার’। কারণ এটাকে তারা রিস্ক মনে করছেন।

যদিও ঈদের ছবির মধ্যে অনন্ত জলিলের ‘কিল হিম’ ছবির শো আগের তুলনায় বেড়েছে। বেড়েছে ‘লোকাল’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির হলও। ‘জ্বীন’ ছবিটি এখনো সিনেপ্লেক্সে ভালো চলছে। কিন্তু কমেছে ‘লিডার’ এর হল।
যদিও হঠাৎ করেই পরিচালক, শাকিব খানসহ এ চলচ্চিত্র সংশ্লিষ্টরা নিজেরাই দাবি করছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ নাকি সুপারহিট!

আসলেই কি তাই? ঈদ সপ্তাহের পরই যে ছবির হল ১০০ থেকে ২৫-এ নেমে আসে সেটিকে কি সুপারহিট বলা চলে! যদি সুপারহিট হয়েও থাকে তবে কি হিসেবে হলো? তবে বাস্তব সত্য কথা হলো ‘লিডার’ আমিই বাংলাদেশ’ ছবির নায়ক শাকিব খান বলেই ঈদে ১০২টি পেক্ষাগৃহে ছবিটি চলছে। শাকিবের ক্রেজ এখনো অটুট রয়েছে তা শতভাগ সত্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন