English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু

- Advertisements -

নাসিম রুমি: মঙ্গলবার (১২ ডিসেম্বর) মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে এফডিসিতে উপস্থিত হন শাকিব খান। এর পরেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘রাজকুমার’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, প্রথম লটে ঢাকায় চারদিন শুটিং হবে। এরপর ১২ দিন পাবনায় শুটিং করে জানুয়ারির প্রথম সপ্তাহে আমেরিকায় হবে সিনেমার বাকি অংশের শুটিং।

এর আগে গত রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একফ্রেমে ধরা দেন এই দুই তারকা। এরপর একদিনের বিরতি দিয়ে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে সিনেমার শুটিং।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। ‘রাজকুমার’ সিনেমাটি আসবে ২০২৪ সালের ঈদুল ফিতরে।

গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন