শাকিবের নায়িকা হয়ে ঢাকাই চলচ্চিত্রে পা রেখেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী দর্শনা বণিক। কয়েক মাস আগে ‘অন্তরাত্মা’ নামের এ সিনেমার শুটিং শেষ করে নিজ দেশে ফিরে যান তিনি। এবার ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির সিনেমায় নাম লেখালেন দর্শনা।
ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, নাগার্জুনা আক্কিনেনি ও তার পুত্র নাগা চৈতন্যর বড় বাজেটের সিনেমা ‘বাঙ্গাররাজু’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাদের। এ সিনেমায় যুক্ত হয়েছেন কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। ফ্যান্টাসি-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন কল্যাণ কৃষ্ণা।
এ সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আগামী মাস থেকে শুটিংয়ে যোগ দেবেন দর্শনা।’
সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন কৃতি শেঠি। এটি যৌথভাবে প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস এবং জি স্টুডিও। গতকাল নাগার্জুনার জন্মদিন ছিল। বিশেষ এই দিনে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন অভিনেতা নাগা চৈতন্য।
২০১৮ সালে ‘আসছে আবার শাবর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখানা দর্শনা। একই বছর ‘আটাগালু’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। পরের বছরই তেলেগু ভাষার ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন তিনি। চলতি বছর তামিল ভাষার একটি সিনেমায় নাম লেখিয়েছেন দর্শনা।