English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শাকিব খানের কাজ আমাকে মুগ্ধ করে: পূজা চেরি

- Advertisements -

নাসিম রুমি: অভিনয়জীবনের পা দেওয়ার পর পর পর তিন সিনেমা পোড়ামন ২, দহন ও নূরজাহান দিয়ে লাইমলাইটে আসেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন পূজা। এ বছরও তার একটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির অপেক্ষায়।

বর্তমানে চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা চেরি। তার কাছে জানতে চাওয়া হয়, এখন যারা কাজ করছেন, তাদের মধ্যে আপনার কাছে কাদের কাজ ভালো লাগে?

জবাবে পূজা চেরি বলেন, কমবেশি সবার কাজই ভালো। আমি আজ পর্যন্ত যাদের কাজ দেখেছি, সবাই আমাকে মুগ্ধ করেছেন। এর মধ্যে সিয়ামের কথা বলব, আমার প্রথম দিককার ছবির নায়ক। যদি শাকিব খানের কথা বলি, তা–ও বলতে পারি।

শাকিব খান তো আর নতুন নন? এ বিষয়ে পূজা চেরি বলেন, নতুন না হলেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। রীতিমতো একের পর এক চমক দিচ্ছেন। এমন একটা হাইপ তিনি তৈরি করেছেন, এই ধাক্কায় আরও ১০–২০ বছর এভাবেই থাকবেন মনে হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামও ভালো করছে। এর বাইরে আদর আজাদ, শরিফুল রাজ খুব ভালো কাজ করছেন। এখনকার অন্য নায়কেরাও কমবেশি ভালো করছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন