নাসিম রুমি: বিচ্ছেদের পর সিনেমা দিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক শরিফুল রাজ। আসছে ঈদে ৩ সিনেমা মুক্তি পাবে এই নায়কের। সাবেক স্ত্রী পরী মণিও ব্যস্ত সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও কাজ নিয়ে। কলকাতায় ‘ফেলু বক্সী’ শিরোনামে একটি সিনেমার শুটিং করছেন নায়িকা।
শুটের ফাঁকে ব্যক্তিজীবন নিয়েও কলকাতার গণমাধ্যম সঙ্গে কথা বলেছেন পরী মণি। এই যেমন গণমাধ্যমটি পরীর কাছে জানতে চেয়েছিল, কখনও মনে হয়, ছেলের জন্য শরিফুলকে আরও একটা সুযোগ দেবেন?
উত্তরে পরী বলেছেন, নামই মুখে আনতে চাই না। এত ঘৃণা ওর প্রতি। কোনও দিন মরে গেলেও দেখতে যাব না। যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ, যে আমার কাছে ছিল, সে আরও আগে মরে গিয়েছিল। সেই মৃতদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে ‘ডেড’।