২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জয়ের পর জল অনেক গড়িয়েছে। বলিউডে প্রতিষ্ঠার পাশাপাশি হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন এই নায়িকা। এখন বছরজুড়ে হলিউড সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সফলতা পাওয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়া শয়তানের পূজা করেন— পশ্চিমা বিশ্বে এমন উদ্ভট গুজব উড়ছে। সৃষ্টিকর্তার পরিবর্তে শয়তানের উপাসনা, স্বাভাবিক কারণে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই নায়িকা।
ইউটিউবার রণবীর আল্লাহবাডিয়ার পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ আলাপচারিতায় শয়তানের পূজা করার গুঞ্জনকে উড়িয়ে দেন প্রিয়াঙ্কা। এ অভিনেত্রী বলেন—‘এটি ভয়ংকর। এ কথা শুনলে শিবজি আমার উপর নারাজ হবেন।’
বর্তমানে প্রিয়াঙ্কার হাতে এখন অনেক কাজ রয়েছে। একদিকে যেমন ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজ, তেমনই রয়েছে ‘জি লে জারা’-এর মতো বলিউড সিনেমার কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।