লেবানন ও কুয়েতে প্রদর্শন করা হবে না ‘ডেথ অন দ্য নাইল’ ছবিটি। ছবির মূখ্য চরিত্রে আছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। এ কারণেই ছবিটি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে।
মডেলিং ও অভিনয়ে আসার আগে দেশের আইন অনুযায়ী ইসরায়েলের সামরিক বাহিনীতে দুই বছর দায়িত্ব পালন করেছেন গ্যাল গ্যাদত। ফিলিস্তিনে দমন নিপীড়ন চালানোর বহু অভিযোগ রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে।
২০১৭ সালে মুক্তি পাওয়া গ্যাল গ্যাদতের ‘ওন্ডার ওম্যান’ ছবিটির মুক্তিও আটকে দিয়েছিল লেবানন। কাতারেও সেসময় ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল। ২০২০ সালে মুক্তি পাওয়া গ্যাল গ্যাদতের ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছবিটিও লেবাননে নিষিদ্ধ করা হয়েছিল। সেসময় করোনাভাইরাসের কারণে কুয়েতের প্রেক্ষাগৃহ বন্ধ ছিল।