English

27 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
- Advertisement -

লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের মূর্তি

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খান ও কাজলের স্মৃতি জাগানিয়া আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। মূলত এ সিনেমা দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে নায়ক হিসাবে শাহরুখ নিজের জাত চিনিয়েছেন। অলটাইম ব্লকবাস্টার এ সিনেমাটি মুক্তির ৩০ বছর পাড়ি দিয়েছে সম্প্রতি।

আর এই তিন দশক পূর্তি উপলক্ষে লন্ডনের লেস্টার স্কোয়ারে শাহরুখ খান ও কাজলের একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপিত করে সম্মানিত করা হবে সিনেমাটিকে। এটি প্রথম ভারতীয় সিনেমা যা এ ধরনের স্বীকৃতি পাবে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ব্রোঞ্জের যে মূর্তিটি তৈরি করা হবে সেখানে শাহরুখ এবং কাজলকে আইকনিক ‘ডিডিএলজে’ ভঙ্গিতে দেখানো হবে। নির্মাণ শেষে চলতি বছরের শেষদিকে মূর্তিটি উন্মোচিত করা হবে। প্রথমে এটি উন্মোচিত হবে ‘সিনেস ইন দ্য স্কয়ার’ ট্রেলারে। এরপর স্থাপন করা হবে ওডিয়ন সিনেমার বাইরে পূর্বদিকের বারান্দায়। এই তারকাজুটিকে সম্মাননা জানিয়ে আগামী ২৯ মে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার ওপর ভিত্তি করে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। এর নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ-দ্য ডিডিএলজে মিউজিক্যাল।’

লন্ডনের লেস্টার স্কোয়ারে মূর্তিটি স্থাপনের কারণ হিসাবে জানা যায়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় লেস্টার স্কয়ারকে দেখানো হয়েছিল। ঠিক এ জায়গায় রাজ এবং সিমরানররূপী শাহরুখ ও কাজল তাদের ইউরোপ ট্রিপ শুরু করার আগে একে অপরের দেখা পান। সিনেমায় তারা নিজেদের অজান্তেই এই জায়গা দিয়ে পাশ কেটে যান। এই দৃশ্যে স্কোয়ারের দুটি সিনেমা হলকে দেখানো হয়েছিল। রাজ দাঁড়িয়েছিলেন ভিউ সিনেমার সামনে। অন্যদিকে দেখা গেছে সিমরান ওডিয়ন লেস্টার স্কয়ারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একই সিনেমায় লন্ডনের হর্সগার্ডস অ্যাভিনিউ, হাইড পার্ক, টাওয়ার ব্রিজ এবং কিংস ক্রস স্টেশনসহ আরও কিছু দর্শনীয় স্থান দেখানো হয়েছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন