নাসিম রুমি: সালমান খান, আরবাজ খান, সোহেল খান, আলভিরা খান অগ্নিহোত্রী এই চার সন্তানের বাবা সেলিম খান। পরে তিনি ও তার স্ত্রী সালমা দত্তক নেন অর্পিতা খানকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান বলেছেন, রেগে গেলে বাবা হিসেবে আমাকেও ছাড়ে না সালমান খান।
তিনি বলেন, আমি চাই আমার সন্তানরা আমার থেকে রাগ নিয়ন্ত্রণ করা শিখুক। আমি মনে করি রাগ একটা ভালো আবেগ, যদি সেটিকে সঠিক পথে পরিচালনা করা যায়। রাগ একটি জিনগত সমস্যা, আমার সন্তানরা আমার কাছ থেকে এটা পেয়েছে। তবে এটি নিয়ন্ত্রণ করা শিখতে হবে, বিশেষ করে মদ্পানের পর যদি তারা রাগ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের উচিত হবে জীবন থেকে রাগ সরিয়ে দেওয়া।’
সালমান খান নিজেও মেনে নিয়েছিলেন তার বদমেজাজ। বলেছিলেন, ‘আমি যখন রেগে যাই, তখন আমি নিজেই ভয় পেয়ে যাই। এত রাগ। রাগের সঙ্গে জড়িয়ে থাকে রক্তচাপজনিত সমস্যার মতো অনেক কিছুই। রাগ এমন একটা জিনিস, যা নিয়ে আপনার মনে হয় ‘এটা ঠিক নয়’। আপনি চান এটাকে ঠিক করতে, এর জন্য যথাসাধ্য চেষ্টাও করছেন, কিন্তু কিছুতেই পারছেন না। এটিও রাগের একটা প্রধান কারণ।