নাসিম রুমি: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন তরুণ নির্মাতা রায়হান রাফি— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। কিন্তু ছবিটির শুটিংয়ে বিলম্ব হওয়ায় তাদের মাঝে নেমে এসেছে হতাশা। ‘সুড়ঙ্গ’র পরে ‘প্রেমিক’ সিনেমার শুটিং শুরু হবে শুনে আরও হতাশা ভর করেছে তাদের মাঝে।
তবে রাফি এসব আমলে নিচ্ছেন না। তিনি তার মতো করেই চলছেন। বরাবরই বলছেন, ‘প্রেমিক’ হবে। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ছবিটির চিত্রনাট্য প্রস্তুত না হওয়ায় শুটিংয়ে নামা হচ্ছে না।
সূত্র জানিয়েছে, অনুরাগীদের মতো শাকিব নিজেও হতাশ রাফির ওপর। কেননা ‘প্রেমিক’ ছবির শিডিউল দিয়ে শুটিংয়ে নামার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত না হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে ভক্তদের কাছেও মুখ থাকছে না তার।
কেননা যুক্তরাষ্ট্র থেকে ফিরে সুখবর দিতে চেয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত আশা জাগানিয়া কোনো ছবির শুটিংই শুরু করতে পারেননি তিনি। এদিকে আবার রাফি জানিয়েছেন আগে ‘সুড়ঙ্গ’ পর শুরু হবে ‘প্রেমিকে’র কাজ। ফলে নির্ধারিত সময়ে ছবিটির শুটিং হচ্ছে না। শুটিংয়ের তারিখ পবির্তন হওয়ায় বিরক্তি ছুঁয়েছে শাকিবকেও।
সূত্র আরও জানিয়েছে, ‘সুড়ঙ্গ’ শেষে জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি ছবির শুরু করবেন রাফি। এদিকে শাকিবের যাওয়ার কথা রয়েছে মার্কিন মুলুকে। তাই যদি হয় তবে ‘প্রেমিক’ সিনেমার ক্যামেরা, লাইট কবে জ্বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই।
কয়েক মাস আগে শাকিবকে নিয়ে ‘প্রেমিক’ ছবির ঘোষণা দেন রাফি। এ খবর শুনে বেশ চাঙা হয়ে উঠেছিলেন কিং খানের ভক্তরা। কেননা মেধাবী পরিচালক রাফির সিনেমায় অনেকদিন ধরেই চাইছিলেন তারা। জানা গিয়েছিল, সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। তার সঙ্গে এসকে ফিল্মসও যুক্ত থাকবে।