English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

যে রেকর্ড ভারতের আর কোনো নায়কের নেই

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খানকে বলা হয় ‘বলিউড বাদশাহ’। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে আছে শাহরুখের ভক্ত। শাহরুখের ১৪টি ছবি ভারতের বাইরের বক্স অফিসে ব্যবসা করেছে ১০ মিলিয়ন ডলারের বেশি! এই রেকর্ড ভারতের আর কোনো নায়কের নেই।

২০১৮ সালে শাহরুখকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। ছবিটি ব্যবসা সফল হয়নি। এরপর চার বছর বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা। ফিরেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘রকেট্রি: দ্য নামবি ইফেক্ট’ ছবিতে। তবে এই দুই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। পুরোপুরি ফিরেছেন ‘পাঠান’ দিয়ে।

‘পাঠান’ বিশ্বজুড়ে মোট আয় করেছে ১০৩৫ কোটি রূপি। শুধু ভারতের বাইরেই ছবির আয় ৩৮৮.৫০ কোটি রূপি। ডলারে যা দাড়ায় ৪৭ মিলিয়ন ডলারের বেশি। এটি শাহরুখের ১৪ তম সিনেমা যা ভারতের বাইরের মার্কেটে ১০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এই রেকর্ড বলিউডের আর কোন নায়কের নেই।

পাঠান’ ছাড়াও ভারতের বাইরে ১০ মিলিয়ন ডলারের বেশি আয় করা ছবিগুলো হলো, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘ওম শান্তি ওম’, ‘মাই নেম ইজ খান’, ‘রা ওয়ান,’ ‘ডন টু’, ‘জাব তক হ্যায় জান’, ‘ফ্যান’, ‘রইস’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’, ‘জাব হ্যারি বেট সেজাল’ ও ‘জিরো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন