English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

যে ভালো কাজ করবে, তাকে নিয়েই সমালোচনা হবে: মিম

- Advertisements -
সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ঝড়ে এখনো মেতে আছে সবাই। নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (৭ মে)। তুফানের মাধ্যমে ভক্তদের মাঝে রীতিমতো তাণ্ডব তুলেছেন শাকিব। শুধু ভক্তরাই নয়, সহকর্মী তারকারাও তুফানের প্রশংসায় পঞ্চমুখ।
এবার তুফান নিয়ে নিজের অনুভূতি জানালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 

‘পরান’ নায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তুফান অবশ্যই ভালো লাগছে। এটাতে তো মনেই হয়নি আমাদের বাংলাদেশের ছবি। আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে।

এটা আমার মনে হয় সবারই একটা ভালো লাগার বিষয়। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এ ধরনের একটা ভিন্ন লুকের শাকিব ভাইকে যেন দেখতে পাই।’ 

তুফানের টিজার প্রকাশের পর থেকে যেমন চলছে প্রশংসা, তেমনি নেটিজেনদের একাংশের সমালোচনাও চলছে সমানতালে। সমালোচকদের কড়া জবাব দিয়ে মিম বলেন, ‘সমালোচনা সবকিছুতেই হবে।

যারা সমালোচনা করে, তারা আসলে অতটুকুই পারে। ঘরে বসে ফেসবুকে দুই–তিনটা কমেন্ট সবাই লিখতে পারে। যে ভালো কাজ করবে, তাকে নিয়েই সমালোচনা হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তাই গুরুত্ব দেই না।
তুফানের মাত্র ৮১ সেকেন্ডের টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আরো রয়েছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন