ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ার তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তিনি বলেন, ‘একজন সিনিয়র শিল্পী সব দিক থেকেই সিনিয়র। হুট করে এসে সে সিনিয়র হয়ে যায় না। তাদের অনেক অবদান থাকে ইন্ডাষ্ট্রিতে। সিনিয়রদের অবহেলা করে মাত্র জন্ম হয়েছে সেই শিল্পীদের অত্যধিক গুরুত্ব দেন সেটা তো অন্যায়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। আজ যাদের পেছনে আপনারা ঘুরছেন তারা যখন সিনিয়র হবেন দেখবেন তাদেরও কেউ পাত্তা দেবে না। এই চর্চাটা খারাপ। ’
‘ওরা ১১ জন’ সিনেমার এই অভিনেত্রী আরও বলেন, ‘বয়স হয়েছে, কখন যে চলে যায় ঠিক নেই। যতদিন বেঁচে থাকি আমদের সিনিয়দের যে গুণগুলো আছে সেগুলো প্রকাশ করার সুযোগ যেনো থাকে। ’