English

21 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
- Advertisement -

যে কারণে নিরবের সঙ্গী কেয়া

- Advertisements -

শোবিজের পরিচিত মুখ নিরব। মডেলিং দিয়ে পথচলা শুরু হলেও নিরব এখন মনোযোগী সিনেমায়। পাশাপাশি কাজ করছেন বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে। আর তার এই যাত্রায় এবার সঙ্গী হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। জুটি বাঁধলেন নতুন বিজ্ঞাপনে।

গতকাল শুক্রবার বিএফডিসিতে সেট ফেলে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। এটি নির্মাণ করছেন ‘বেস্ট ফ্রেন্ড’খ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরী। নব্বই দশকের সাড়া জাগানো মডেল নোবেল ও মৌ’র পারফর্ম করা ‘শাহাজাদী মেহেদী’র বিজ্ঞাপনের ছোয়া রেখেই তৈরি হচ্ছে নতুন বিজ্ঞাপনটি।

চিত্রনায়ক নিরব বলেন, ‘নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন “শাহাজাদী মেহেদী”র এই বিজ্ঞাপন। যেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়।’

তিনি আরও বলেন, ‘অমিতাভ ভাই (অমিতাভ রেজা)-এর পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে। এবার নোবেল ভাইয়ের সেই বিজ্ঞাপন আমি করছি, সঙ্গে কেয়া পায়েল রয়েছে। কাজটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নিরব-কেয়া পায়েলের এই বিজ্ঞাপনটির আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন