English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

যে কারণে ওয়েবে ঝুঁকছেন নাটকের শীর্ষ তারকারা

- Advertisements -

গতানুগতিক গল্প, কাছাকাছি চরিত্র, একই লোকেশনসহ নানা কারণে নাটক থেকে সরে আসছেন শীর্ষ তারকারা। গত কয়েক বছর ধরেই একই ধারার নাটক নির্মাণ হচ্ছে তুলনামূলক বেশি। যেখানে ভিন্নতা খুবই কম লক্ষ্য করা গেছে। এই সময়ে জনপ্রিয় তারকাদের একটি নাটক ভালো চলার পর সেই একই ধরনের নাটকই তাদের দিয়ে করানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে। যার কারণে দর্শকও বিরক্ত একই তারকার একই ধরনের চরিত্র দেখতে দেখতে।

আর এসব কারণেই নাটকের শীর্ষ তারকারা এ জায়গাটি থেকে সরে যাচ্ছেন, ঝুঁকছেন ওয়েবে। গত কয়েক বছরে নাটকে সবচাইতে বেশি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো। কিন্তু শেষের দিকে একই ধরনের চরিত্রে বার বার দর্শক দেখেছে এ ভার্সেটাইল অভিনেতাকে। বিষয়টি নিজেও অনুধাবন করতে পেরেছেন। আর এ কারণেই গত বছরের শেষদিক থেকেই নাটকের কাজ তিনি আর করছেন না বললেই চলে।

এর পরিবর্তে তিনি ব্যস্ত হয়েছেন ওয়েবে। এরইমধ্যে তিনি কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করেছেন। ভারতের হইচই প্ল্যাটফরমে তার অভিনীত ‘কাইজার’ও বেশ প্রশংসিত। পাশাপাশি ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি।

সব মিলিয়ে নিশো জানিয়েছেন আপাতত তাকে আর দেখা যাবে না নাটকে। একই সুরে সুর মিলিয়ে নাটকের কাজ অনেকাংশে কমিয়ে দিয়েছেন নাটকের অন্যতম শীর্ষ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত ৬ মাস ধরে তিনি নাটকের কাজ করছেন না বললেই চলে। এর পরিবর্তে ব্যস্ত হয়েছেন বিজ্ঞাপন ও ওয়েবে। তার ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ক’দিন আগে। এ অভিনেত্রী বলেন, মনের মতো স্ক্রিপ্ট না হলে নাটকে অভিনয় করবো না।

অনেক কাজ করা হয়েছে গত কয়েক বছরে। কিন্তু এবার একটু অভিনয়টা কমিয়ে দিতে চাই। কারণ নতুনদেরও তো সুযোগ দিতে হবে। তবে খুব ভালো কিছু হলে নাটকে হয়তো দর্শকরা আমাকে পাবেন। অন্যদিকে গত ১৫ বছরেরও বেশি সময় ধরে নাটক ইন্ডাস্ট্রিকে যিনি আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে তিনি জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের চেহারা বদলেও তার বড় ভূমিকা রয়েছে।

এ তারকাও বাংলাদেশ ও ভারতের ওয়েবে কাজ করছেন। তবে সেটা নাটকের পাশাপাশি। অপূর্ব বলেন, অভিনেতা হিসেবে ভিন্নধর্মী কাজ তো করতেই চাই। সেটা নাটক, সিনেমা কিংবা ওয়েব হোক। তবে নাটকের কাজটা নিয়মিত চালিয়ে যেতে চাই, এটা আমার আবেগ ও ভালোবাসার জায়গা। অন্যদিকে নাটকের আরেক জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণও ঝুঁকেছেন ওয়েবে, করছেন সিনেমা।

নাটকের কাজ তিনিও কমিয়ে দিয়েছেন। এভাবেই নাটকের পরিবর্তে ওয়েবে ঝুঁকছেন নিয়মিত নাটকে কাজ করা আরও অনেক তারকা। এরমধ্যে রয়েছেন জোভান, সাবিলা নূর, সাফা কবির, সামিরা খান মাহি, এফএস নাঈমসহ বেশ ক’জন তারকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন