বর্তমান সময়ের অন্যতম আলোচিত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার আরেক পরিচয় তিনি বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে।
এদিকে অনেকদিন ধরেই বলিপাড়ায় কানাঘুষা চলছে, শ্রদ্ধাকে অভিনয় জগতে আসতে বাঁধা দিয়েছিলেন শক্তি কাপুর। মেয়ে অভিনয় করুক তা নাকি তার পছন্দ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের ব্যাপারে এই ভুল ভাঙালেন শক্তি কাপুর।
এই অভিনেতা বলেন, ‘আমার কাছে অনেকেই প্রশ্ন করেন—আমি নাকি শ্রদ্ধার নায়িকা হওয়ার ইচ্ছাতে বাধা দিয়েছিলাম। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। আমি চাই সে আরো ভালো কাজ করুক। আরো জনপ্রিয় হোক। তার মধ্যে প্রতিভা আছে। পাশাপাশি দারুণ পরিশ্রম করতে পারে। আমি তো তাকে সোনার মেয়ে বলে ডাকি। সে বলিউডে যেটুকু করেছে, সেটুকু নিজের চেষ্টায়।’
শ্রদ্ধা ছাড়াও শক্তি কাপুরের ছেলে সিদ্ধার্থ কাপুরও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। অমিতাভ বচ্চন, ইমরান হাশমি অভিনীত ‘চেহরে’ সিনেমাতে অভিনয় করেছেন সিদ্ধার্থ। ছেলে প্রসঙ্গে শক্তি কাপুর বলেন, ‘এখন পর্যন্ত সমালোচকরা সিদ্ধার্থের অভিনয়ের প্রশংসা করেছেন। ফলে আমার দুই সন্তানই ভালো কাজ করছে। তাদের ক্যারিয়ার সুন্দর আগাচ্ছে। আমি তাদের নিয়ে গর্বিত।’
দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন শক্তি কাপুর। এই অভিনেতা জানান, করোনা মহামারির কারণে কাজে যেতে ভয় পাচ্ছেন। সবকিছু স্বাভাবিক হলে তবেই ফিরবেন তিনি।