নাসিম রুমি: বছরের শেষটা ভালো হলো না বরুণ ধাওয়ানের জন্য। প্রত্যাশার পারদ চড়িয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেবি জন’। যা হতাশ করেছে অভিনেতার অনুরাগীদের। শোনা যাচ্ছে, নায়ক নিজেও নাকি যথেষ্ট ভেঙে পড়েছেন। তিনি মানসিক অবসাদে ভুগছেন!
বরুণের জন্ম ‘ফিল্মি’ পরিবারে। বাবা ডেভিড ধওয়ান নামকরা প্রযোজক-পরিচালক। ছোটবেলা থেকেই তাই ছবির সাফল্য-ব্যর্থতা খুব কাছ থেকে দেখে বড় হয়েছেন। ফলে, এত সহজে অবসন্ন হয়ে পড়ার কথা নয়। কিন্তু তিনিও তো রক্তমাংসের মানুষ, বলছে ঘনিষ্ঠমহল। সব পরিস্থিতির সঙ্গে সব সময় নিজেকে মানিয়ে নিতে না-ও পারেন।
এই সম্ভাবনা নিয়েই নাকি মুখ খুলেছেন নায়কের সহ-অভিনেতা রাজপাল যাদব। যিনি বরুণ অভিনীত চরিত্র ‘ডিসিপি সত্য ভার্মা’র সহকারী হয়েছিলেন।
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, অভিনেতা জানিয়েছেন, দর্শক যদি মূল তামিল ছবি ‘থেরি’ না দেখতেন তা হলে ‘বেবি জন’ নতুন বছরের ব্লকবাস্টার ছবি হত। কিন্তু মূল ছবিটি সবাই দেখে ফেলেছেন। তাই বরুণ প্রচণ্ড পরিশ্রম করলেও ফল মেলেনি। সরাসরি হতাশা বা অবসাদের কথা স্বীকার না করলেও অভিনেতার মত, এই পরিস্থিতিতে সকলের উচিত বরুণের প্রশংসা করা। কারণ, বরাবর অন্য ধরনের চরিত্রে অভিনয়ের সাহস তিনিই দেখিয়েছেন। আর তাতে সফলও হয়েছেন।
রাজপালের যুক্তি, একটানা সফল কেউ-ই হন না। এটাও মনে রাখা উচিত।