English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

মুখ খুললেন নিপুণ

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। প্রথম দিকে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। পরে স্থগিত হয় সাধারণ সম্পাদকের পদ। এ নিয়ে উচ্চ আদালতে যেতে হয় সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের।

অবশেষে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। বর্তমানে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুণ আক্তার। তার দাবি, এফডিসির পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিপুণ বলেন, অনেক কাজ আমরা সমিতির মাধ্যমে করেছি। ১০৩ জন শিল্পীর ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। তারা পরিচয়পত্র পেয়েছেন। যত সিনেমা মুক্তি পাচ্ছে আমরা সেগুলোর জন্য প্রমোশন করছি। সেটা যার সিনেমাই হোক না কেন।

তিনি আরও বলেন, অসহায় শিল্লীদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। আগে শিল্প সমিতি ছুটির দিনেও খোলা রাখা হোত। গভীর রাত পর্যন্ত একটা সরকারী সংস্হা ছুটির দিনে খোলাটা রহস্যময়। পরিশেষে তিনি বলেন, অসহায় শিল্পীরা যখনই আর্থিক সহযোগিতা চেয়েছেন বিভিন্ন কারনে তাদেরকে হতাশ করা হয়নি। আগামীতে চলচ্চিত্র উন্নয়নের জন্য বর্তমান কমিটি বেশ সজাগ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন