বিশ্বজুড়ে দর্শকপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’। এর দ্বিতীয় পর্বে অভিনয় করে আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কাং হা-নুল। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার অপরাধ থ্রিলার সিনেমা ‘ইয়াদাং: দ্য স্নিচ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ছবিটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহে বেশ মোটা অংকের আয় করেছে। দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষে অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।
এটি গত সপ্তাহে আয় করেছে ৩.৪ মিলিয়ন ডলার। মোট মার্কেট শেয়ারের ৪৯.৫% দখল করেছে ছবিটি।
১৬ এপ্রিল মুক্তি পাওয়া এই সিনেমাটির মোট ১.৬ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। অতিরিক্ত ৫২১,৪৫৯ জন দর্শক টেনেছে এটি। এর ফলে মোট আয় পৌঁছেছে ১০.৭ মিলিয়ন ডলার। এসব তথ্য জানিয়েছে, কোরিয়ান ফিল্ম কাউন্সিলের ট্র্যাকিং সেবা কোবিস।
হুয়াং বিয়ং-গুগ পরিচালিত এই সিনেমার গল্প রিভলভস অ্যারাউন্ড নামের এক পেশাদার গুপ্তচরকে ঘিরে। যিনি মাদক ব্যবসার তথ্য গোপনে প্রসিকিউটর এবং পুলিশকে সরবরাহ করেন। এক মাদকবিরোধী অভিযানের মাধ্যমে বিপজ্জনক ষড়যন্ত্রের মুখোমুখি হন তিনি। বেঁচে থাকতে তাকে যুদ্ধে নামতে হয়। ছবিতে আছে মজবুত গল্পের অসাধারণ বুনট, থ্রিলার, সাসপেন্স, অ্যাকশনের ছড়াছড়ি।
সিনেমাটিতে কাং হা-নুলের সঙ্গে আরও অভিনয় করেছেন ‘এক্সহুমা’ তারকা ইউ হাই-জিন এবং ‘দ্য ওয়ার্ল্ড অব দ্য মেরিড’ তারকা পার্ক হ্য-জুন।