প্রাক্তন লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফাকে মিশরের শিক্ষার উন্নয়নে উপদেষ্টা করার দাবি করছে হ্যাকাররা। সম্প্রতি মিশরের বেহাইরা প্রদেশের শিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ হ্যাক করে তারা এই দাবি করে। হ্যাকারদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মিশরীয় গণমাধ্যম আল-মাসরি আল-ইয়ুমের বরাত দিয়ে আলআরাবির এক খবরে বলা হয়, সম্প্রতি মিসরের মন্ত্রিসভায় রদবদল হয়।রদবদলে ড. রেদা হেগাজি নামের একজনকে শিক্ষামন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি দেশটির উপ-শিক্ষামন্ত্রী ছিলেন। তার কাছেই হ্যাকাররা এই দাবি করেন।
ফেসবুক পেজটি দখল নিয়ে তারা লেখেন, ‘শিক্ষার উন্নয়নে উপদেষ্টা হিসেবে ডা. মিয়া খলিফাকে নিয়োগের জন্য শিক্ষামন্ত্রী ড. রেদা হেগাজির কাছে দাবি করছি। ’ তারা এই পোস্টে মিয়া খলিফার একটি ছবিও সংযুক্ত করেন। আল-মাসরি আল-ইয়ুমের বরাত দিয়ে এমনটি জানায় আলআরাবি।
বিনোদন সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায় এমন সাইট আইএমডিবির বরাত দিয়ে আলআরাবি জানিয়েছে, টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে মিয়া খলিফার। তবে তার ডক্টরেট ডিগ্রি রয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
এদিকে, হ্যাকারদের কবল থেকে ফেসবুক পেজটি উদ্ধারের পর দেশটির শিক্ষা অধিদপ্তর একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা অধিদপ্তরের জনসংযোগ ও মিডিয়া বিভাগের বিজ্ঞপ্তিতে তারা বলছে, পেজটি হ্যাক করা হয়েছিল। অজ্ঞাত হ্যাকাররা এই পেজটি হ্যাক করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।