English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

মিমের অভিনয় দেখে গর্বিত স্বামী

- Advertisements -

ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রতীক্ষিত সিনেমা ‘পরাণ’। এতে অনন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন এই তারকার স্বামী সনি পোদ্দারও।
শনিবার (১৬ জুলাই) দর্শক সারিতে বসে ‘পরাণ’ উপভোগ করেছেন মিমের স্বামী। সিনেমাটি দেখে মিমকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি, তার স্বামী হিসেবে তিনি গর্বিত বলেও জানিয়েছেন।
ফেসবুকে সনি পোদ্দার লেখেন, ‘আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমা হলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম ‘সাপলুডু’। বিয়ের আগে দু’জনে একসাথে বসে মিমের কোন সিনেমা দেখা হয়নি। ’

তিনি আরো লেখেন, ‘‘বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’। ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! ‘পরাণ’ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময়ই পরাণেই আছে! বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত। ’’

স্বামীর পোস্টটি শেয়ার করে মিম লেখেন, ‘‘ধন্যবাদ আমার ‘পরাণ’। তুমি আমাকে নিয়ে লিখেছ, আমি খুবই অবাক! ‘পরাণ’র সাফল্যের এই কৃতিত্ব অবশ্যই পুরো টিমের। পরিচালক রায়হান রাফী থেকে শুরু করে আমার কো-স্টার রাজ, ইয়াশ এবং বাকি সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লাইভ টেকনোলজির অতুল ভাই এবং আরাফাত ভাইকে। আর অবশ্যই ধন্যবাদ আমার প্রাণপ্রিয় দর্শকদের। ’

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায় মিমের সঙ্গে আরো অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফী।  গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন