English

20.4 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

মাহফুজের দারুণ ফেরা

- Advertisements -

নাসিম রুমি: টিভি নাটকের রোমান্টিক অভিনেতা মাহফুজ আহমেদ। নব্বইয়ের দশকের নাটকে রোমান্টিকতা মানেই যেন মাহফুজ আহমেদ। হুমায়ূন আহমেদের হাত ধরে সেই মাহফুজ অভিষিক্ত হন সিনেমায়। পেয়েছেন সাফল্যও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তোলেন। কিন্তু হুট করেই আড়াল হন তিনি। না করছিলেন নাটক, না করছিলেন সিনেমা। সেই মাহফুজ এবার ‘প্রহেলিকা’ নিয়ে ফিরলেন।

আট বছর পর তাঁর ফেরা। সর্বশেষ ২০১৫ সালে মাহফুজ আহমেদকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো ডিগ্রি’ সিনেমায়। আট বছরের বিরতি শেষে প্রহেলিকা দিয়ে ভালোভাবেই ফিরলেন তিনি। ফিরেই জয় করলেন দর্শকের হৃদয়। এর আগে মাহফুজের এই ফেরাকে দারুণভাবে গ্রহণ করলেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা।

সহশিল্পী জয়া আহসান বলেছেন, ‘যে কোনো সিনেমা মুক্তিই ঈদের আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা ভালো ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। প্রহেলিকা ছবিতে এমন একজন মানুষ অভিনয় করেছেন, যাঁকে আমি সিনেমায় সহশিল্পী হিসেবে পেয়েছি, সে ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তিনি আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ।’ তিনি বলেন, ‘মাহফুজ ভাইকে আমি বেশি বেশি বড় পর্দায় দেখতে চাই।’ মাহফুজের ফেরায় উচ্ছ্বাস নিয়ে চঞ্চল চৌধুরী বলেছেন, ‘প্রহেলিকা ছবির কথা বলতে গেলে মাহফুজ আহমেদের কথা বলতেই হয়।

তিনি আমার বড় ভাই, কাছের মানুষ, সহ-অভিনেতা। তাঁর পরিচালনায় আমি অনেক কাজ করেছি। তিনি অনেক দিন পর অভিনয়ে ফিরেছেন। এটি খুশির সংবাদ।’ ঢাকাই ছবির নায়িকা শাবনূর বলেছেন, ‘যতটুকু জেনেছি, মাহফুজ ভাই প্রহেলিকা ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন।

তিনি মেধাবী মানুষ। তিনি যতটুকু কাজ করেন নিষ্ঠার সঙ্গেই করেন, সবটুকু ঢেলে দিয়ে করেন।’ শুভকামনা জানিয়েছেন নাটকের এ সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্বও। তাঁদের এই শুভকামনার মান রেখেছেন মাহফুজ। যদিও মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্কিনে প্রহেলিকাকে মুক্তি দেওয়া হয়নি। কম সংখ্যক হল, কম সংখ্যক শো নিয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি।

ঈদের প্রথম দু’দিন গ্রামের বাড়িতে মাহফুজ মায়ের সঙ্গে কাটিয়ে তৃতীয় দিন বৃষ্টি মাথায় নিয়ে ছুটে বেড়িয়েছেন ঢাকার প্রতিটি মাল্টিপ্লেক্সে। জড়িয়ে ধরেছেন বয়োবৃদ্ধ দর্শকদের, কোলে তুলে নিয়েছেন শিশুদের। গল্প-আড্ডায় মেতে ছিলেন সারাক্ষণ।

মাহফুজের এই সিনেমা দেখে একটিও নেতিবাচক মন্তব্য করেননি কোনো দর্শক। মাহফুজ আহমেদ বলেন, ‘প্রহেলিকা দর্শকদের ভালো লাগছে, এটাই তো সান্ত্বনা। সিনেমার গল্প দর্শকদের কেমন লাগছে তা তাঁদের রিভিউ দেখেই বুঝতে পারবেন।

আমি নিজেও তাঁদের প্রতিক্রিয়া জানতে হলে গিয়েছি। তাঁরা আমাকে এভাবে গ্রহণ করবেন, তাতেই আমি মুগ্ধ।’ প্রহেলিকা সিনেমার মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটি একজন বঞ্চিত নারীর গল্প নিয়ে। সেই নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন