English

26 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ নায়ক ইমন, কথা বলেননি অপু বিশ্বাস

- Advertisements -

নাসিম রুমি: নড়াইল-২ আসনের সংসদ সদস্য, হুইপ ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার প্রশংসায় পঞ্চমুখ চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

মঙ্গলবার বিকালে নড়াইল সদরের রূপগঞ্জ এলাকার মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধন শেষে মাশরাফি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন চিত্রনায়ক ইমন। তবে এ সময় সঙ্গে থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

নড়াইলে প্রথমবারের মতো আসতে পেরে নিজে খুবই খুশি ইমন। তিনি বলেন, নড়াইলের জন্য একটা নামই যথেষ্ট, সেই মানুষটা হলো মাশরাফি বিন মুর্তজা। অসম্ভব ভালো লাগার একজন মানুষ তিনি।

বাংলাদেশ ক্রিকেটের জন্য মাশরাফি ভাই যা করেছেন, তার মতো অধিনায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম একজন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলে কবে আসবেন, জানা নেই।

শোরুম উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক উপস্থিত ছিলেন।

চিত্রনায়ক ইমন গণমাধ্যমে কথা বললেও নায়িকা অপু বিশ্বাসের বক্তব্য নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান- অনুষ্ঠান শেষে বক্তব্য দেবেন।

দুই ঘণ্টা পরে অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এমন আচরণে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন