টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের শীর্ষস্থানীয় ৪ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।
বৃহস্পতিবার দুপুরে জেমস এবং মামলার ৪ আসামি ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির হন। উভয়পক্ষ জানান, তারা আলোচনার মাধ্যমে সমঝোতায় এসেছেন। বিচারিক আদলের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন
এই মামলার আসামিরা হলেন—বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যাস অনিক ধর।
জেমস গত বছরের ১০ নভেম্বর এই মামলা দায়ের করেছিলেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, জেমসের বেশ কিছু গান বাংলালিংক কলার টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে এবং বিজ্ঞাপনে ব্যবহার করছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।