প্রায় ১৫ বছর পর আবার চলচ্চিত্রে জুটি হয়ে একসঙ্গে কাজ করছেন চিত্রনায়ক রিয়াজ ও ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম। ১৫ বছর আগে ২০০৭ সালে তারা জুটিবদ্ধ হয়েছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় কাজ করেছিলেন রিয়াজ-মম।
এবার তাঁরা কাজ করছেন অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’ সিনেমায়।
মানিকগঞ্জের হরিরামপুর,রামকৃষ্ণপুর পদ্মার ঘাটে চলছে সিনেমাটির দৃশ্যায়ন। এখানে অনন্য মামুনের টিমের সঙ্গে আছেন রিয়াজ ও মম। চোখের সামনে থেকে নায়ক-নায়িকাকে দেখার সুযোগ নিতে শুটিং স্পটে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
ছোট বড়, নারী পুরুষ নানা শ্রেণি পেশার লোক এসেছেন শুটিং দেখতে।
পরিচালক অনন্য মামুন জানান, ছবির গল্পের প্রয়োজনে এখানে শুটিং করছেন। এলাকাবাসী বেশ সহযোগী মনোভাবের।
এখানে টানা কয়েকদিন শুটিং চলবে বলে জানান মামুন।
এ ছবিতে রিয়াজ-মম ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ অনেকেই।