জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’ এর শুটিং মাত্র ২৩ দিনেই শেষ হয়েছে। গেল বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং।
২৩ দিনের মাথায় এসে আজ রবিবার গণমাধ্যমকে তৌকীর আহমেদ জানালেন, আজ স্ফুলিঙ্গের ক্যামেরা ক্লোজ হচ্ছে। তিনি আরও বলেন, ‘টানা কাজ করে আজ শেষ হচ্ছে স্ফুলিঙ্গের শুটিং। তবে কিছু প্যাসওয়ার্ক বাকি রয়েছে। ডাবিং ও এডিটিংয়ে মাঝেই সে কাজগুলো করে ফেলবো।
শুটিং এত অল্প সময়ে শেষ করতে পেরে ছবির আর্টিস্টরাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৌকীর আহমেদ। জানা গেছে, ছবিটি একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটিতে।
ছবিটির চারটি কেন্দ্রীয় চরিত্রে রওনক হাসান, পরীমণি ও শ্যামল মাওলার ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।