ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি (ভারত ও অস্ট্রেলিয়া)। ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে স্টেডিয়ামে হাজির বলিউড, ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের অগণিত খ্যাতনামা। উপস্থিত ছিলেন উর্বশী রাওতেলাও। তিনি বলেন, চুমু দিয়েছি ক্রিকেটের বিশ্বকাপ ট্রফিতে; দেশের হয়ে গলা ফাটাব। খবর আনন্দবাজার অনলাইনের।
রোববার আহমেদাবাদে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন উর্বশী। তিনি ভারতের প্রথম অভিনেত্রী, যিনি ইতোমধ্যে বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখেছেন। উর্বশী নিজেও বলেন, ‘আমি তো ইতোমধ্যেই ট্রফিটাই ছুঁয়ে ফেলেছি। চুমুও দিয়েছি ট্রফিতে, আজ শুধুই দেশের হয়ে গলা ফাটাব। কোনো একজন ক্রিকেট তারকা নয়, গোটা টিমের পাশে আছি।’