English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

মাটিতে পা রেখে চলাতেই বিশ্বাসী রাশমিকা

- Advertisements -

নাসিম রুমি:ভারতের দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সবাই খুব ভদ্র, অহংকারহীন ভাবেই চেনেন। তাকে কেউ কখনও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখেননি। এত সাফল্যের পরও অভিনেত্রী সকলের সঙ্গে আন্তরিকতার সঙ্গে, বিনীতভাবে মেশেন।

সম্পতি ভারতীয় গণমাধ্যম ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। কন্নড় থেকে তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠা রাশমিকা অনেকটা পথ পাড়ি দিয়েছেন এই জায়গায় পৌঁছাতে।রাশমিকা মান্দানাঅভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে, স্টারডম অর্জনের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। তিনি আরও জানান যে, তিনি যাই অর্জন করুন না কেনও তিনি তার শিকড়কে কখনওই ভুলে যাবেন না।

রাশমিকা বলেন, ‘সৌভাগ্যবশত বিনীতভাবে চলার জন্য আমার বাড়তি কোনও চেষ্টার প্রয়োজন পড়ে না। আমাদের যেসব বিলাসিতা এই মুহুর্তে আছে তো পর মুহূর্তে নেই, তা নিয়ে গর্ব করার কিছু নেই। আর এই ভাবনাই আমাকে শিকড়ের সঙ্গে যুক্ত করে রাখে।’রাশমিকা মান্দানাতিনি মাটিতে পা রেখে চলার শক্তি পান কাদের থেকে? এই প্রশ্নে রাশমিকা বলেন, ‘পরিবার ও বন্ধুরাই আমার জীবনে সঠিক মানুষ। ওরাই আমাকে আমার শিকড়ের সঙ্গে জুড়ে রেখেছে। ওরাই আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সত্যিই সাহায্য করেন। তারা সবসময় আমাকে ভালোবাসতে শেখান।রাশমিকা মান্দানাবলা প্রয়োজন, কয়েকমাস আগে সুকুমার পরিচালিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। এই সিনেমায় তিনি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন।রাশমিকা মান্দানাউল্লেখ্য, রাশমিকা অভিনীত হিন্দি সিনেমা ‘ছাবা’, ‘সিকান্দার’, ‘থামা’ এবং  তেলুগুতে ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং ‘কুবের’সহ বেশ কয়েকটি সিনেমা আছে মুক্তির তালিকায়। এরমধ্যে ‘ছাবা’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১৪ ফেব্রুয়ারি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন