মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ফেসবুকে বাবা হওয়ার খবর জানিয়েছেন বাসবদত্তার স্বামী অনির্বান বিশ্বাস। স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘রাজকন্যাকে স্বাগত।
একজন ব্যস্ত খবর নিয়ে। অন্য জনের দিন কাটে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকের মাঝে।
সব ব্যস্ততার মাঝেই নিজেদের মতো করে সংসার সাজিয়েছেন তাঁরা। এ বার নতুন অতিথির আগমনে বেড়ে গেল দায়িত্ব।
‘গানের ওপারে’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘মন নিয়ে কাছাকাছি’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন বাসবদত্তা। পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও। ‘আসা যাওয়ার মাঝে’, ‘রক্ত রহস্য’, ‘তখন কুয়াশা ছিল’র মতো একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।