অভিনেত্রী মধুবনী গোস্বামী আর কয়েকদিনের মধ্যেই মা হচ্ছেন। মা হওয়ার আগে এবার নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী। নতুন ছবির মাধ্যমে প্রত্যেকের নজর কাড়েন মধুবনী।
মা হওয়ার আগে এবার বেবি বাম্প নিয়ে যেমন ফটোশ্যুট করেন মধুবনী গোস্বামী, তেমনি অন্যরকম ছবি শেয়ার করে অনুরাগীদের চমকে দিলেন এই অভিনেত্রী।
নিজের সোশ্য়াল হ্যান্ডেলে ছবি শেয়ার করে প্রত্যেককে চমকে দেন মধুবনী। লিখেছেন,’মহামারীর মধ্যে প্রত্যেকে সুস্থ থাকুন’ কার্যত সতর্ক করলেন সকলকে।
ভালোবাসা ডট কমের সেট থেকেই রাজা গোস্বামীর সঙ্গে মধুবনীর সম্পর্কের সূত্রপাত। প্রথমে বন্ধুত্ব এবং পরে সেই সম্পর্কের বাঁধনই একেবারে অন্যমাত্রা পায় তাঁদের জীবনে। সবকিছু মিলিয়ে রাজা-মধুবনী জুটিও বেশ জনপ্রিয় টেলিভিশন জগতে।
ইরাবতী থেকে খড়কুটো, বর্তমানে একের পর এক মেগায় অভিনয় করছেন রাজা গোস্বামী। অন্যদিকে বিয়ের পর মধুবনী অভিনয় থেকে কিছুটা সরে থাকলেও নিজের ব্যবসার কাজ শুরু করে দিয়েছেন পুরোদমে।
যদিও কবে রাজা-মধুবনীর সন্তান আসছে পৃথিবীতে, সেই দিনক্ষণ স্থির হয়েছে কি না, সে বিষয়ে মধুবনী কিছু জানাননি।