দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্র বসবাস শেষে শাকিব খান যেদিন দেশে ফিরলেন ঠিক সেদিনই ঢাকা ছাড়লেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। একমাত্র পুত্র আব্রাম খান জয়কে বাবার কাছে রেখে কলকাতায় উড়াল দেন তিনি। সেখানে তার অভিনীত শর্টকাট নামে একটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারণায়তেই কলকাতায় যাওয়া তার।
সেখানে নতুন ছবির প্রচারণায় গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়েও কথা বলছেন তিনি। সাক্ষাৎকারে অপু জানিয়েছেন দ্রুত বিয়ে করেছে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।
অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’