‘মায়ের মতো আপন কেহ নাই রে/ মায়ের মতো আপন কেহ নাই/ মা জননী নাইরে যাহার/ ত্রিভুবনে তাহার কেহই নাইরে…’- গানের কথাগুলো তারাই অনুধাবন করতে পারেন যার মা নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায় এক বছর আগে মাকে হারান। জীবনের প্রতিটি পদক্ষেপে মাকে মিস করেন এই নায়িকা।
অপু বিশ্বাস আজ ফেইসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন: ‘মা তোমাকে ভিষণ মিস করি।’
অপু বিশ্বাস বাবাকে অনেক আগেই হারিয়েছেন। মা ছিলেন একমাত্র অভিভাবক। মায়ের মৃত্যুতে একা হয়ে পড়েন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভালো-মন্দ সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করতাম। কোনো কিছু মায়ের পছন্দ না হলে করতাম না। এমনকি সিনেমার কাজের বিষয়ও। মা আমার ভালো বন্ধুও ছিলেন। তাছাড়া আমার সন্তান আব্রাম খান জয়ের খেলার সঙ্গীও ছিলেন মা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মাকে মিস করি।’
লকডাউনের কারণে অপু বিশ্বাস বাসায় অবস্থান করছেন। অবসরে মাকে সবচেয়ে বেশি মনে পড়ছে তার। গত বছর ১৮ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। অপু সবার ছোট।এই অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা।