নাসিম রুমি: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু হচ্ছে আজ ৫ ডিসেম্বর থেকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবছর বলিউডের বাঘা বাঘা সেলিব্রিটিরা এতে অংশ নেন। প্রতিবছরই অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে উপস্থিত থাকতে দেখা গেলেও এবার নাও দেখা যেতে পারে। তার বদলে দেখা যাবে সালমান খান, কমল হাসান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হাকে।
এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সমবেত নৃত্য পরিবেশন করবেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। চমক করা খবর হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা এবং সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা ও তার ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পালক মুছাল।
এর আগে বেশ কয়েক বছর এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা। তবে এ বছর শুধু মমতার গানেই নাচবেন তিনি।
এ ব্যাপারে ডোনা বলেন, আমাদের যে গানটি দেওয়া হয়েছে, তার ওপরে নাচতে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, অতিথিদের পছন্দ হবে আমাদের পারফরম্যান্স।
তিনি জানান, তার সঙ্গে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণকারী থাকছেন। সারাবছর একাধিক অনুষ্ঠানে অংশ নিলেও, চলচ্চিত্র উৎসবে পারফর্ম করাটা ডোনার কাছে সম্মানের।
এ অনুষ্ঠানের পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদর্শিত হবে ‘দেওয়া নেওয়া’। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি এ বছর ৬০ বছর পূর্ণ করল। ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার, তনুজা, তরুণ কুমারসহ অনেকেই।