নাসিম রুমি: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মিশা-ডিপজল পরিষদ মনোনয়নপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর মনোনয়নপত্র জমা দিতে শিল্পী সমিতিতে আসেন কলি-নিপুণ পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন অমিত হাসান, রিয়াজ, নিপুণ, মাহমুদ কলি, বাপ্পি চৌধুরীসহ একঝাঁক শিল্পী। নিপুণ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।’
বাপ্পি চৌধুরী বলেন, সবার দোয়া নিয়ে আমরা নির্বাচনে মনোনয়ন জমা দিলাম। আশা করছি আমাদের পাশে সব শিল্পীরা থাকবেন।
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।
চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।