নতুন বছরের শুরুতে অনুরাগীদের কাছে এবার ভিন্ন চরিত্রে হাজির বলিউড অভিনেত্রী কাজল। এবার তিনি ওডিশি নৃত্যশিল্পীর ভূমিকায় মন কাড়লেন ভক্তদের। ‘ত্রিভঙ্গ’ ছবির টিজারে এই অভিনেত্রীকে একটু অন্য অবতারে দেখা যায়। আগামী ১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে ছবিটি। রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকর-কে। অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে ‘ত্রিভঙ্গ’ ছবিতে। গল্পে উঠে আসবে সম্পর্কে জটিলতার কথা।
ছবির টিজারে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে দেখা গেল কাজলকে। ছবির পরিচালক রেণুকা সাহানে লিখেছেন, প্রিয় কাজল, তানভি, মিথিলা নাকি আনু, নয়ন, মাশা আমি কী বলে ডাকব।